থিসিস (আলিম ব্যাচ - 217)
IOM এর ৬ষ্ঠ সেমিস্টারের জন্য সম্পূর্ণ কোর্সটি একটি স্বয়ংসম্পূর্ণ কোর্স। টোটাল 100 নাম্বার। ৫০% নাম্বার থাকবে রিসার্চ এর কাজের উপর। ৫০% নাম্বার থাকবে ভাইভা এবং প্রেজেন্টেশন।
কোর্স পদ্ধতি
- কোর্স শুরুর পর থেকেই ২৫ জন শিক্ষার্থীকে একজন উস্তায এর আন্ডারে দেয়া হবে।
- ২৫ জন শিক্ষার্থী ৫ টা টীমে থাকবে।
- একটি নির্দিষ্ট টপিকে/বিষয়ের উপর একটি টীম কাজ/রিসার্চ করবে।
- রিসার্চ পেপার জমা দিতে হবে সেমিস্টার ফাইনাল শুরুর আগেই। যাতে নির্দিষ্ট সময়ে ভাইভা এক্সামের সময় প্রেজেন্টেশন দেয়া যায়।
- রিসার্চ পেপার সফটকপি হবে। এর সাথে হার্ডকপিও কুরিয়ারের মাধ্যমে জমা নিতে হবে।
- রিসার্চ পেপার, ফাইনাল ভাইভা এবং প্রেজেন্টেশন এর সময় গ্রুপ উস্তায এবং এক্সটার্নাল উস্তায ক্যাটাগরি ওয়াইজ মার্কিং করবেন।
- রিসার্চ পেপার আইওএম এর নির্ধারিত ফরমেট অনুসারে হতে হবে। কালো ব্যাকগ্রাউন্ডে বুক বাইন্ডিং হতে হবে। স্পাইরাল বা অন্য কোন পদ্ধতি গ্রহণযোগ্য নয়।
- ওস্তাদের দেওয়া কুরিয়ার অ্যাড্রেসে দুই কপি পাঠাতে হবে। দুই কপি সিগনেচারে পর এক কপি স্টুডেন্টরা সংরক্ষণ করবেন। আরে কপি মাদ্রাসা জমা থাকবে।
পরীক্ষা পদ্ধতি
ফাইনাল এক্সাম। একইসাথে ভাইভা, প্রেজেন্টেশন, রিসার্চ পেপার এবং ক্লাস এক্টিভিটির উপর মার্কিং করা হবে এক্সামে।
ডিসকাশন ক্লাস একটিভিটি (৫টি) | 5 x 4= 20 প্রতি ডিসকাশনে 4 নাম্বার |
ভাইভা | 15 |
প্রেজেন্টেশন | 15 |
রিসার্চ পেপার | 50 |
মোট | 100 |
থিসিসের সাবজেক্ত বাছাই
- কোন সাবজেক্ট এ একবার আবেদন করে ফেললে সেটা বাতিল করা যাবে না। তাই, ভেবে চিন্তে সাবজেক্ট বাছাই করতে হবে।
- ভাই এবং বোনদের থিসিসের সাবজেক্টগুলো আলাদা। একে অপরের সাবজেক্ট এ আবেদন করতে পারবেন না।
- শুধুমাত্র একটি সাবজেক্ট এ আবেদন করা যাবে।
যদি অনাকাঙ্খিত ভুল হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত সাপোর্টে যোগাযোগ করুন। কারণ, আপনার ভুলের কারণে অন্যের সাবজেক্ট বাছাইয়ে প্রভাব ফেলতে পারে।